অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ : ডমিঙ্গো

ক্রীড়া বিভাগ: রাত পোহালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই সিরিজে অস্ট্রেলিয়া দলটি খর্বশক্তির। তারকা ব্যাটসম্যানদের প্রায় কেউই নেই। তবে তাদের বোলিং লাইনআপ আগের মতোই শক্তিশালী। এখনকার সিরিগুলো খেলার উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করা। সেইসঙ্গে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে সিরিজ জয়ের সুযোগ মিস করতে চান না টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এই অস্ট্রেলিয়াকে কিন্তু সবসময় পাওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের চেষ্টা করার বড় সুযোগ এটি আমাদের জন্য। আমাদের আত্মবিশ্বাসের জন্য এটি দারুণ হবে। অবশ্যই আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আমাদের সেই সুযোগ করে দেবে। কাজটি অবশ্যই চ্যালেঞ্জের। তারা বিশ্ব ক্রিকেটের সেরা শক্তিগুলির একটি। ওদের সঙ্গে লড়তে ও জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুটি দিক থেকে তাই এটিকে দেখা যায়। সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া ও তরুণ ক্রিকেটারদের উন্নতির ব্যাপারটি আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি খেলার সুযোগ বাংলাদেশ পায় না। আমাদের জন্য তাই এটি অনেক বড় সিরিজ। আমরা এখানে ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো সংশয় নেই যে আমরা সিরিজ জিততে চাই। এখানে স্রেফ প্রতিদ্বন্দ্বিতা করতে নামব না আমরা, চাইব দারুণ একটি সিরিজ কাটাতে। কোচ হিসেবে আমি আত্মবিশ্বাসী, সেই সামর্থ্য আমাদের আছে।’

ইউকে/এএস