অণিমা রায়ের কণ্ঠে ‘মেঘ বলেছে যাব যাব’

বিনোদন বিভাগ: রবীন্দ্রনাথ ঠাকুরের ৬০তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের কণ্ঠে আসছে ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি। গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। তানভীর তারেকের ‘স্টুডিও কোলাহল’-এ এর অধিকাংশ কম্পোজিশন তৈরি হয়েছে।

অণিমা রায় বলেন,‘বাইশে শ্রাবণ, বর্ষা আর বিরহ সব মিলিয়ে খুবই সময়োপযোগী এই গান। তানভীরকে বলেছিলাম তার নিজের স্টাইলেই কম্পোজিশনটি করতে। সেভাবেই দারুণ একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন। ধ্রুব দাকে বিশেষভাবে কৃতজ্ঞতা যে রবীন্দ্রনাথের গানকে তিনি বরাবরই সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’

তানভীর তারেক বলেন, ‘প্রথমবারের মতো অণিমার কোনো গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন, কারণ হাজার রকমভাবে দেশে-বিদেশে এর কম্পোজিশন হয়ে গেছে। তাই এই গানটি করার সময় কোনো রেফারেন্স কম্পোজিশন ইচ্ছা করেই শুনিনি। এমনিতেই ৭ মাত্রার গান এটি। তাই রিদম প্যাটার্নটা আমাদের জনশ্রুত দাদরা, কাহারবার বাইরে। সেভাবে গিটার, পিয়ানো, চেলো, লুপ বিট, তবলা- এসবের মিশেলেই গানটি তৈরি করেছি। টানা ১৫ দিন অন্য কোনো গানের কাজ করিনি। তাই শ্রোতারাও আশা করি সেই যত্নের ছাপটি গানে পাবেন। অণিমার কণ্ঠ এ দেশে প্রসিদ্ধ, তাই তা নিয়ে বলার নেই। তবে গানে একটি পিয়ানো সঙ্গত করেছি আমি একটি জায়গায়। ওই জায়গাটি আমার ভীষণ প্রিয়। ধন্যবাদ ডিএমএসকে এমন একটি কাজে সাপোর্ট দেবার জন্য।’

গানটি বিরুলিয়ার পুনশ্চ হলিডে হোম’-এ ধারণ করা হয়েছে। ভিডিওচিত্র নির্মাণ করেছে রাজেশ মজুমদার। গিটারে রাজীব হোসেন ও বেস বাজিয়েছেন সোহেল। গানটির বাকি ইন্সট্রুমেন্টসহ মিক্সিং ও মাস্টারিং করেছেন তানভীর তারেক।

৫ আগস্ট সন্ধ্যা ৬টায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে।

ইউকে/এএস