হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট শহরে করোনা উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে মারা গেলেন মা ও মেয়ে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও তাদের নমুনা পরীক্ষা করা হয়নি।
বুধবার (৫ আগস্ট) রাতে সিলেট থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে চুনারুঘাট পৌরসভার মমিনপুর এলাকার বাসিন্দা শামীমা আক্তার (৪০) মারা গেছেন। তিনি চুনারুঘাট বাজারের প্রিয়া কসমেটিক্সের সত্ত্বাধিকারী আফজাল মিয়ার স্ত্রী। এর দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন শামীমার মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পনের দিন আগে শামীমা শ্বাসকষ্টে ভুগলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবর্তীতে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। পরে বুধবার তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে নরসিংদী পৌঁছার পর মারা যান।
শামীমার বড় ভাই তাজুল ইসলাম কাজল জানান, শামীমা পনের দিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে কোনো হাসপাতালেই তাঁর করোনা পরীক্ষা করা হয়নি।
চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল ইসলাম রুবেল জানান, শামীমার মা করোনা উপসর্গ নিয়ে দুই সপ্তাহ আগে মারা গিয়েছিলেন।
ইউকে/এএস