বার্তাকক্ষ প্রতিবেদন: বিদেশে বসবাসরত নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া।শুক্রবার (৬ আগস্ট) দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সংক্রামক ধরন ডেল্টার প্রকোপে অস্ট্রেলিয়ায় সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে করোনা সংক্রমণ। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে আরও বলা হয়, দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত প্রবাসী অস্ট্রেলিয়ান নাগরিক এবং বিদেশিদের জন্য দুয়ার খোলার পরিকল্পনা নেই সরকারের।
বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ১৯ শতাংশের করোনা টিকার ডোজ সম্পন্ন হয়েছে।
এর আগে, মহামারি শুরুর প্রথম দিকে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। পাশাপাশি দেশের নাগরিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণে আরোপ করা হয়েছিল কড়াকড়ি। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক প্রবাসী নাগরিককে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে, সরকারের নতুন নীতিকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছে দেশটির জনগণের একাংশ। আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, নতুন নীতির মাধ্যমে নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
করোনায় বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দেশটির বৃহত্তম শহর সিডনি। গত এক মাসে শহরটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ৩শ’ ছাড়িয়েছে।
অপরদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির মোট ২ কোটি ৬০ লাখ জনসংখ্যার অর্ধেকই লকডাউনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
ইউকে/এএস