বার্তাকক্ষ প্রতিবেদন: ভারতে এখন পর্যন্ত ৫০ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে নিজের টুইটার হ্যান্ডলে এ কথা জানান তিনি।
মোদির মতে, এতে করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইতে বড় ধরনের অভিঘাত তৈরি হলো।
টিকাকরণ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ সে দেশের বহু রাজ্য সরকার।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে পাঠানো টিকা পর্যাপ্ত সংখ্যক নয় বলে দাবি তাদের। এই আবহে ভারতে টিকাকরণের সংখ্যা ৫০ কোটির গণ্ডি পার করার পর স্বাভাবিকভাবেই তা নিয়ে আসরে নেমেছে মোদি সরকার।
শুক্রবার রাত ৯টা নাগাদ টুইটারে মোদি লিখেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইতে শক্তিশালী অভিঘাত তৈরি হলো। টিকাকরণের সংখ্যা ৫০ কোটি পার করেছে। আশা করি, এর ওপর ভিত্তি করে দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ জারি থাকবে।
সূত্র: ইন্ডিয়া টুডে।
ইউকে/এএস