গ্রিসের ১৫৪ স্থানে দাবানল!

বার্তাকক্ষ প্রতিবেদন: গ্রিসের ১৫৪ স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। জানা গেছে, একের পর এক জায়গা গ্রাস করে নিচ্ছে নিয়ন্ত্রণহীন দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে দাবানলের সৃষ্টি হয়েছে। এর জেরে ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে আগুনে পুড়ে মারা গেছেন দমকল বাহিনীল কর্মীসহ দু’জন। দাবানলে দগ্ধ হয়েছে অন্তত ২০ জন।

অ্যাথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলছে দাবানল। দাবানলের ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত ওই এলাকাছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অ্যাথেন্সে বাতাসের গতি বাড়ছে। সে কারণে দাবানল নিয়ন্ত্রণে নিয়ে আসতে চরম বেকায়দায় পড়ছেন দমকল বাহিনীর কর্মীরা।

সূত্র: বিবিসি।

ইউকে/এএস