বার্তাকক্ষ প্রতিবেদন: হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধ উঠে যাওয়ায় আজ বুধবার (১১) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি এ বিচারকাজ শুরু হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট থেকেই আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলছে। একই সময় থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টের ১২টি বেঞ্চে বিচার কাজ চলছিল ভার্চুয়ালি। তবে আজ থেকে হাইকোর্টের সব বেঞ্চেই চলছে ভার্চুয়াল বিচারকাজ।
গত ৮ আগস্ট সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। পরের দিন ৯ আগস্ট ৫৩ ভার্চুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি।
ওই আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।
ইউকে/এএস