ক্রীড়া বিভাগ: ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে আসা এ তারকা বুধবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে ক্লাবটির হয়ে চ্যম্পিয়নস লিগ শিরোপা জেতার কথা জানান।
এদিকে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি মেসিকে ধন্যবাদ জানিয়ে তাকে নিয়েই সবধরনের শিরোপা জেতার কথা জানান।
পিএসজি সভাপতির দেয়া বক্তব্যের পর মেসি বলেন, ‘প্রথমত ক্লাব সভাপতির (নাসের-আল-খেলাইফি) বক্তব্যে আমি খুব খুশি এবং তাকে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন পর বার্সেলোনা ছেড়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমি এখানে (পিএসজি) এসে খুব খুশি। আমি চেয়েছিলাম দ্রুত চুক্তি সম্পন্ন করে অনুশীলনে যোগ দিতে। প্যারিসে পৌঁছানোর পর থেকেই আমি ও আমার পরিবার সময়গুলো খুব উপভোগ করছি। ’
খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চান ইতিহাস সেরা এ ফুটবলার। তিনি বলেন, ‘এখন আমার একমাত্র উদ্দেশ্য অনুশীলনে যোগ দিয়ে কোচ ও সহপাঠীদের সাথে নিয়ে নতুন অধ্যায় শুরু করা। বার্সেলোনা থেকে বিবৃতি (চুক্তি নবায়ন না করা) আসার পরপরই ক্লাবটি যেভাবে খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে সহজেই চুক্তি সম্পন্ন করেছে ও দ্রুত সমস্যাগুলোর সমাধান করেছে এজন্য পিএসজি সভাপতি ও ক্লাবের সবাইকে ধন্যবাদ। ’
পিএসজির হয়ে সবধরনের শিরোপা জেতার কথা জানিয়ে মেসি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। বরাবরের মতো এখনও আমি সবসময় জিততে চাই। ক্লাবের হয়ে সবরকমের শিরোপা জিততে প্রস্তুত আমি। এখানে আমার আসার কারণ হচ্ছে আরো দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিততে থাকা। আমার লক্ষ্য হচ্ছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। এই ট্রফি ঘরে তোলার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আমরা এটি পারব। ’
ফরাসি এ ক্লাবকে শিরোপা জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে আর্জেন্টাইন এ ফরোয়ার্ড বলেন, ’আমি আবারো পিএসজিকে ধন্যবাদ জানাই। এ ক্লাবটি সত্যিই অসাধারণ। আমি নিশ্চিত পিএসজির হয়ে খুব ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ক্লাবের লক্ষ্য অর্জন করার জন্য আমি সবরকমের চেষ্টা করে যাবো।’
ইউকে/এএস