ইমো হ্যাক করে প্রবাসীর অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য অটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে নগদ প্রায় ৫ লাখ টাকাসহ আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে তাদেরকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। রাজশাহীর বাঘা টেনিস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- উপজেলার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের ছেলে সুরমান আলী (৪৩)। তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘায় এ প্রতারক চক্র প্রথমে বিভিন্নভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। একপর্যায়ে কৌশলে তারা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। ইমো হ্যাকের পর প্রবাসীরা যখন বিকাশ নম্বরে টাকা পাঠায়। তখন ইমোর অ্যাকসেস প্রতারক চক্রের কাছে থাকায় তারা টাকা উঠিয়ে নিতে পারেন। এই চক্রের কয়েকজন আটক হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা অব্যহত রয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান- বাঘা থানার এই পুলিশ কমকর্তা।

ইউকে/এএস