কুমিল্লা সংবাদদাতা: মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টা ৪০মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
করোনা ইউনিটের ডাক্তাররা বলছেন অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন কক্ষ থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ার পর রোগী ও রোগীর স্বজনরা এদিক-সেদিক দৌড়াতে থাকেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অক্সিজেন সিলিন্ডারগুলো বাইরে নিয়ে আসা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, আগুন লাগার ঘটনাটি সঠিক। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইউকে/এএস