নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে করোনায় নয়জন, উপসর্গে একজন ও করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৩০ জন রোগী। জেলায় সংক্রমণের হার ২৯ দশমিক ৫২ শতাংশ।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২০৬ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।
ইউকে/এএস