তাইওয়ানকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার আহ্বান

বার্তাকক্ষ প্রতিবেদন: ফ্রাঙ্কো-সিরিয়ান একজন রাজনৈতিক পরামর্শক বলেছেন, তাইওয়ান আক্রমণ থেকে বেইজিংকে বিরত রাখার একমাত্র উপায় হচ্ছে স্বশাসিত দ্বীপটিকে সম্মিলিতভাবে এবং প্রকাশ্যে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া।

দ্য আমেরিকান স্পেক্টেটর পত্রিকায় প্রকাশিত এক মতামতে রাজনৈতিক ও পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রের (সিপিএফএ) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক কেলি আলখোলি লিখেছেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে দেখে বেইজিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনরায় মিলিত করার ব্যাপারে অনড়; তিনি এটিকে তার উত্তরাধিকারের অংশ হিসাবে দেখেন।

চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) মনে করে, তাইওয়ানের ওপর আক্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, যদিও অসম্ভব নয়। তাদের লক্ষ্য হলো, তাইওয়ানের মনোবল কমাতে ক্রমাগত বিতর্কিত জলসীমায় উসকানি সৃষ্টি করা।

তাইওয়ানের ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে বেইজিং। যদিও সাত দশকেরও বেশি সময় ধরে উভয় পক্ষ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।

চীন বারবার তাইওয়ানকে আক্রমণের হুমকি দিয়েছে এবং স্বশাসিত দ্বীপটিকে ভয় দেখানোর জন্য একটি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ১ জুন স্বশাসিত তাইওয়ানকে চীনের অধীনে আনতে আনুষ্ঠানিক স্বাধীনতার যে কোনো প্রচেষ্টাকে ধ্বংস করার অঙ্গীকার করেন।

ইউকে/এএস