বৃষ্টিতে মোবাইল ফোন ভিজলে কী করবেন?

লাইফস্টাইল বিভাগ: এই রোদ এই বৃষ্টি। এমন লুকোচুরি চলছে সারাদিন জুড়ে। এর মধ্যে রাস্তায় যদি আপনার কাছে ছাতা না থাকে তবে ভিজে যেতে পারে হাতের মোবাইল ফোন। আর আপনার মোবাইল ফোন যদি পানি প্রতিরোধী না হয় তাহলে বৃষ্টিতে ভিজে নষ্টও হয়ে যেতে পারে। বৃষ্টিতে কীভাবে ফোন ভালো রাখবেন চলুন জেনে নেওয়া যাক।

• বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অফ করে দিন। এতে করে কিছুটা হলেও বিপদের আশঙ্কা কমবে।

• বাড়ি ফেরার আগে বা কোনও শুকনা জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না।

• নিরাপদ জায়গায় পৌঁছে ফোনের সিম কার্ড ও সম্ভব হলে ব্যাটারি খুলে ফেলুন।
• টিস্যু দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভালো করে মুছে ফেলুন।

• এবার ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। ভেতরে পানি ঢুকে থাকলে, তা শুকিয়ে যাবে।

• ফোনের স্পিকারের জায়গায় পানি ঢুকে থাকতে পারে। সেই জায়গাটিও ইলেকট্রিক বাল্বের দিকে রেখে শুকিয়ে নিন।

ইউকে/এএস