চতুর্দিক দিয়ে কাবুলে ঢুকে পড়ছে তালেবান

বার্তাকক্ষ প্রতিবেদন: চারিদিক দিয়ে কাবুলে ঢুকতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আফগানিস্তানের সেনাবাহিনীর দূরবীক্ষণ যন্ত্রে তা দেখা গেছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তিনজন আফগান কর্মকর্তা নিশ্চিতভাবে জানিয়েছেন যে, তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকতে শুরু করেছে।

আজ রবিবার সকালে ময়দান ওয়ারদাকের দখল নেওয়ার পর একেবারে ঝড়ের গতিতে কাবুলের সীমান্তে পৌঁছে যায় তালেবান যোদ্ধারা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আতঙ্কিত প্রশাসনিক কর্মকর্তারা এরই মধ্যে কাবুল ছেড়ে পালানোর চেষ্টা করছেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের সমস্ত সীমান্ত ক্রসিংয়ের দখলও তালেবানের হাতে।

শুধু একটাই ‘ওয়ে আউট’ কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। সেটা ব্যবহার করেই কূটনীতিকরা পালিয়ে যেতে শুরু করেছেন।

সূত্র: আল-জাজিরা।

ইউকে/এএস