শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে

বার্তাকক্ষ প্রতিবেদন: বিশ্বে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন এবং মারা গেছে ছয় লাখ ৩৭ হাজার ৪৩৯ জন।

দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (এইচএইচএস) বিভাগ গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা শিশুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯০২ জনে।

বিবৃতিতে বলা হয়েছে, আরো বহু শিশু করোনা পজিটিভ হয়েছে। আক্রান্ত কিংবা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বয়স ১২ বছরের কম।

এইচএইচএসের বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সবার দেহে করোনার ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

ইউকে/এএস