হিলি সংবাদদাতা: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে আবারো হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। সেইসঙ্গে বন্দর অভ্যন্তরে শুরু হয়েছে পণ্য ওঠানো-নামানো কার্যক্রম।
আজ সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, রবিবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ সোমবার আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান,সরকারি ছুটি থাকায় বন্দর অভ্যন্তরের সব কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আজ আবারো সব কার্যক্রম শুরু হয়েছে।
ইউকে/এএস