রশিদ-নবিদের নিয়ে চিন্তায় ভারতীয় বোর্ড

ক্রীড়া বিভাগ: করোনায় স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ শুরু হতে মাসখানেক বাকি। এই আসরে খেলবেন আফগানিস্তানের ক্রিকেটাররাও। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন জঙ্গি সংগঠন তালেবানদের দখলে। সারাবিশ্বের চোখ আফগানিস্তানের দিকে। তাই আইপিএলের আগে আফগানিস্তানের পরিস্থিতি ও দেশটির ক্রিকেটারদের উপর চোখ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামগুলো ইতোমধ্যেই তালেবানরা দখল করে নিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডও তাদের দখলে। তাই আইপিএলে রশিদ-নবিরা খেলতে পারবে কিনা, তা নিয়ে চিন্তিত বিসিসিআই। তারা আশা করছে, তবে এই ভয়ানক পরিস্থিতিতেও আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবেন।

পিটিআইকে বিসিসিআইর এক কর্মকর্তা বলেছেন, ‘এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা আশা করছি, রশিদ-নবিসহ অন্যান্য আফগান ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারবে।’ উল্লেখ্য, রশিদ-নবি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। দুজনেই এখন ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট নিয়ে ব্যস্ত।

ইউকে/এএস