ভারতের সঙ্গেও সুসম্পর্ক চায় তালেবান

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাশ্মিরের দিকে আমাদের কোনো নজর নেই। কাশ্মির নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে কাবুলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় কাশ্মির দ্বিপক্ষীয় এবং অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন জাবিহুল্লাহ। ভারত এবং পাকিস্তানের নিজেদের বিষয়ে তালেবান হস্তক্ষেপ করবে না বলেও উল্লেখ করেন তিনি।

জাবিহুল্লাহ বলেন, ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় সচেতন রয়েছে তালেবান। আমরা এখন কারো সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে চাই না।

তিনি আরও বলেন, ২০ বছর আগের তালেবান আর বর্তমান সময়ের তালেবানদের মধ্যে অনেক পার্থক্য আছে। তালেবান আর আফগানিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসের আঁতুড়ঘর তকমা দিতে রাজি নয়।

ভারতকে উদ্দেশ্য করে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক ছিল, আমাদের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে দুই দেশের জন্যই তা ভালো হবে।

এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে তার ফল ভালো হবে না বলে, ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তালেবান।

ইউকে/এএস