ক্রীড়া বিভাগ: ফুটবলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে নিজে দলের খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ড পাওয়ার নজির খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। ব্রাজিলের ২৫ বছর বয়সী ডিফেন্ডার মার্কোস দস নসিমেন্তো টেক্সেইরা এমন ঘটনারই জন্ম দিয়েছেন।
সোমবার রাতে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের সতীর্থ কেরেম আকতুরকোহলুকে ঘুষি মেরে লাল কার্ড দেখেছেন মার্কোস দস নসিমেন্তো টেক্সেইরা। মার্কাও নামে পরিচিত এই ডিফেন্ডার গিরেসুনস্পোরের বিপক্ষে ম্যাচে এই কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের ৬১তম মিনিটে কেরেমকে ঘুষি মারার পাশাপাশি মাথা দিয়ে ঢুসও মেরেছেন ব্রাজিল জাতীয় দলে কখনো সুযোগ না পাওয়া এই ফুটবলার।
ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে এ ঘটনায় মার্কাওকে লাল কার্ড দেখিয়েছেন মাঠের রেফারি। তবে শুধু লাল কার্ডের শাস্তিতেই পার পেয়ে যাবেন না মার্কাও। তুর্কি লিগের নিয়মানুযায়ী এটিকে শারীরিক লাঞ্ছনা হিসেবে গণ্য করা হবে এবং ন্যূনতম ৫ থেকে সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। ম্যাচটি অবশ্য ২-০ ব্যবধানে জিতে নিয়েছে গ্যালাতাসারাই।
ইউকে/এএস