ভারতের সঙ্গে আফগানিস্তানের আমদানি-রপ্তানি বন্ধ

বার্তাকক্ষ প্রতিবেদন: ভারত এবং আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার জেরে ধাক্কা খেয়েছে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে ইকোনমিকস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইকোনমিকস টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের প্রধান জেনারেল অজয় সহায় আফগানিস্তান ও ভারতের মধ্যকার বাণিজ্য বন্ধ থাকার কথা জানিয়েছেন।

অজয় সহায় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হতো, তা বন্ধ করে দিয়েছে তালেবান। ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসতো। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

তিনি আরো বলেছেন, বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দুই দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবচেয়ে বড় সহযোগী।

অজয় সহায় আরো বলেন, আমি নিশ্চিত আফিগানিস্তান একটা সময় পর অনুভব করবে- এগিয়ে যাওয়ার একমাত্র পথ অর্থনৈতিক উন্নতি। ব্যবসার মাধ্যমেই যা সম্ভব।

সূত্র: এএনআই, ইকোনমিকস টাইমস।

ইউকে/এএস