বিনোদন বিভাগ: অমানুষ সিনেমার শুটিং শেষ হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ছিল সিনেমাটির শেষদিনের শুটিং। মিথিলাকে নিয়ে ছবির শুটিং শুরু হলেও নওশাবাকে নিয়ে শুটিং শেষ করলেন নিরব। সিনেমাটি একতি দস্যুবাহিনীর অভ্যন্তরীণ গল্প। ছবিতে অভিনয়ের জন্য গোসল করা, দাঁত মাজার মতো কাজগুলোও বাদ দিতে হয়েছে। এ ছাড়া রয়েছে আরো কঠিন কিছু ত্যাগের গল্প, যা এখনই খোলাসা করতে চান না নিরব।
নিরব জানালেন, শেষ দৃশ্যগুলোর শুটিংয়ের জন্য গিয়েছেন একটি সীমান্তবর্তী এলাকায়। সেখানে গহিন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য।
নিরব বলেন, এ ধরনের সভ্যতার বাইরে শুটিং করার অভিজ্ঞতা একেবারে অন্য রকম। চারদিকেই জঙ্গল। লোকালয় থেকে অনেকটা দূরে। তা ছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতর ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।’
শেষদিনের শুটিংয়ে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অন্যদিকে সিনেমাটির প্রথম দিনের চিত্রায়ণে নিরবের সঙ্গে ছিলেন মিথিলা। তিনি বর্তমানে রয়েছেন ভারতে। এই তিনজন ছাড়াও ‘অমানুষ’-এ আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ অপুর মতো গুণী অভিনেতারা।
নিরব বলেন, ‘এখন যে পরিস্থিতি চলছে, তাতে মুক্তির তারিখ নির্দিষ্ট করে বলা আসলে সম্ভব নয়। আমাদের তো অবশ্যই চেষ্টা থাকবে, দর্শকদের সামনে শিগগিরই আসার। কিন্তু সেটা নির্ভর করছে সার্বিক পরিস্থিতির ওপর।’
ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এর আগে অনন্য মামুনের পরিচালনায় নিরব অভিনয় করেছেন ‘কসাই’ নামের একটি সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে। ‘অমানুষ’-এর ক্ষেত্রেও তেমনটা হবে কি না জানতে চাইলে নিরব বলেন, ‘আসলে সবাই তো প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্যই সিনেমা বানায়। কিন্তু সময় ও পরিস্থিতির কারণে বিকল্প পথে হাঁটতে হয়। আমাদের পুরো টিমের অনেক আশা এই সিনেমা নিয়ে। তাই প্রেক্ষাগৃহেই দর্শকদের নিয়ে সিনেমাটি দেখতে চাই।’
ইউকে/এএস