টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যানকে টেস্ট দলে ডাকল ইংল্যান্ড

ক্রীড়া বিভাগ: ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টে ভারতের কাছে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। দুই ওপেনার ও তিনে নামা ব্যাটসম্যানের ব্যর্থতা বেশ ভুগিয়েছে ইংলিশদের। টপ অর্ডারের সেই সমস্যা সমাধানের জন্য টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ডেভিড মালানকে ডেকেছে ইংলিশ ম্যানেজমেন্ট।

ডমিনিক সিবলির জায়গায় সুযোগ হয়েছে মালানের। বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে সিবলি। সিবলির জায়গায় দলে এলেও মালান তিন নম্বরে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে রোরি বার্নসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে হাসিব হামিদকে।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, রোরি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড।

ইউকে/এএস