লাইফস্টাইল বিভাগ: এই মেঘ-বৃষ্টির দিনে ভাপসা গরমে ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। সময়ে-অসময়ে হতে হয় ব্রিবতও। সুগন্ধি ব্যবহার করলেও প্রচণ্ড গরমে ঘামের কারণে সুগন্ধ আর থাকে না, সেটি পরিণত হয় দুর্গন্ধে। গরমে স্বাভাবিকভাবেই পারফিউম ব্যবহারের প্রবণতা বেড়ে যায়। কিন্তু ব্যবহৃত পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ থাকবে তো, কিংবা সুগন্ধ বেশি ছড়াবে তো, আবার উগ্র গন্ধ নয় তো বা কিছুক্ষণ পর বাজে গন্ধ সৃষ্টি হবে না তো-এমন প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়।
যত ভালো পারফিউমের ব্র্যান্ডই হোক না কেন, এমন চিন্তা থেকেই যায়। তবে কিছু বিষয় মেনে চললে পারফিউমের গন্ধ হবে দীর্ঘস্থায়ী, ঘামের দুর্গন্ধের মাঝে সুগন্ধও বেশি ছড়াবে। জেনে নিন সেগুলো কী-
বক্সটি ফেলবেন না
সাধারণত নতুন পারফিউম কেনা বা হাতে নেওয়ার পর বক্সটি ফেলে দেন। এই ভুলটি প্রায় সবাই করে থাকেন। এমন ভুল আর করবেন না। প্রতিবার পরফিউম ব্যবহার করার পর আবার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখুন। তাতে বেশিদিন স্থায়ী হবে সুগন্ধ। কারণ সূর্যের তাপ পারফিউমের স্থায়িত্ব কমায়।
ব্যবহারের আগে ঝাঁকাবেন না
অনেকেই পারফিউম ব্যবহার করার আগে বোতলটিকে একবার ভালোভাবে ঝাঁকিয়ে নেন। ভাবেন যে এতে আরো ভালো গন্ধ বের হবে এবং সুগন্ধ স্থায়ী হবে। এটি ভ্রান্ত ধারণা। একেবারেই করবেন না এই কাজ। এর ফলে হিতে বিপরীত হবে। পারফিউমের গুণাগুণ কমে যাবে।
পারফিউম লাগানো স্থানে ঘষবেন না
পারফিউম লাগানোর পর অনেকেই সেই জায়গাটি হাত দিয়ে ঘষে থাকেন। এই কাজটি না করাই ভালো। এর ফলে পারফিউমের কার্যকারিতা কমে যায়। তাই পারফিউমকে নিজের নিয়মেই শুকাতে দিন।
পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন
পারফিউমের সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে শরীরের যে অংশে পারফিউম ব্যবহার করবেন সেই অংশে একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন।
শরীরের কোথায় পারফিউম ব্যবহার করবেন
সুগন্ধি ব্যবহার করার নির্দিষ্ট কিছু জায়গা আছে। শরীরের পালস পয়েন্টগুলো পারফিউম দেওয়ার জন্য আদর্শ জায়গা। কবজি, কনুইয়ের ভেতরের অংশ, কলার বোন, হাঁটুর পেছনে, পায়ের গোড়ালি, নাভির কাছে, কানের পেছনে পারফিউম লাগালে সেই গন্ধটা স্থায়ী হয় বেশ কিছুটা সময়। মজার কথা হলো, চুলে পারফিউম লাগালে সেটা বেশ ভালো কাজে দেয়। সরাসরি স্প্রে না করে চিরুনিতে পারফিউম স্প্রে করুন, এরপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
ইউকে/এএস