রাতে মাঠে নামছে পিএসজি

ক্রীড়া বিভাগ: ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার দিবাগত রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ব্রেস্ট। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

মেসি-নেইমার-রামোসরা এখনো মাঠে না নামলেও দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, আশ্রাফ হাকিমিদের নৈপূণ্যে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে পিএসজি। অন্যদিকে, ব্রেস্ট তাদের দুটি ম্যাচের দুটিতেই ড্র করেছে।

পিএসজিতে যোগ দেওয়া নতুন দুই তারকা মেসি ও রামোস খেলবেন না ব্রেস্টের বিপক্ষে। মেসির অভিষেক হবে পিএসজির ঘরের মাঠে, ২৯ তারিখের ম্যাচে। এমনটিই ইঙ্গিত দিয়েছেন পিএসজির কোচ।

রাতের ম্যাচে ব্রাজিলীয় তারকা নেইমারের খেলা নিয়েও শঙ্কা আছে। টানা দুই ম্যাচ জিতলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পিএসজি। ব্রেস্টের ঘরের মাঠে বড় জয় পেলে শীর্ষে উঠার সুযোগ রয়েছে তাদের।

ইউকে/এএস