নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীমিত আয়োজনে রাজশাহীতে পবিত্র আশুরা পালিত হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের নিষেধাজ্ঞার কারণে এ বছরও তাজিয়া মিছিল বের হয়নি।
তবে রাজশাহী মহানগরের শিরোইল কলোনী ও উপশহর এলকায় সীমিত পরিসরে তাজিয়া মিছিল হয়েছে। তাজিয়া মিছিল এলাকার মধ্যেই ঘুরেছে।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে মহানগরের শিরোইল কলোনী ও উপ-শহর এলাকার তাদের কার্যালয়ে ভেতরে ‘হাই হোসেন-হাই হোসেন’ বলে শোক মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন।
এছাড়া পবিত্র ১০ মহররম উপলক্ষে শুক্রবার জুমার নামাজের আগে রাজশাহী মহানগরের প্রায় সব মসজিদে বিশেষ বয়ান করা হয়। দু’রাকাত জুমার নামাজ শেষে আশুরার দিন উপলক্ষে গুনাহ মাফ ও সবার জন্য মাগফেরাত কামনা করা হয়। এ সময় দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া করোনা মহামারি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ মানুষ নফল রোজা, নামাজ, বাবা-মা, আত্মীয়-স্বজনের কবর জিয়ারত ও দান-সদকাহসহ বিভিন্ন নফল ইবাদত করছেন।
আজ বাদ এশা রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) দরগা মসজিদসহ মহানগরের প্রতিটি মসজিদেই বিশেষ বয়ান ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া অনেক ধর্মপ্রাণ মুসল্লিই রাত জেগে নফল নামাজ, জিকির-আসকার ও বিভিন্ন নফল ইবাদত বন্দেগী করবেন।
দিনটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। র্যাব ও পুলিশ আশুরার পবিত্রতা রক্ষায় ও সহিংস ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
ইউকে/এএস