তালেবানের নতুন নেতৃত্বে আশাবাদী মস্কো!

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের পতন রোধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২০ আগস্ট) ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

পুতিন বলেন, তালেবানরা দেশটির পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। এটাই বাস্তবতা। এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

জার্মানির চ্যান্সেলর হিসেবে শেষবার রাশিয়া সফরে গিয়েছেন মার্কেল। এ সফরে আফগানিস্তান ইস্যু গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হয়েছে।

পুতিন এ সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘পশ্চিমা নীতি’ চাপিয়ে দেওয়ার সমালোচনা করেছেন।

তিনি বলেন, বাইরে থেকে জোর করে অন্যদের রাজনৈতিক জীবন ও আচরণ সংক্রান্ত নীতি চাপিয়ে দেওয়া যায় না।

এ সময় শরণার্থীদের ছদ্মবেশ নিয়ে সন্ত্রাসীরা যাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে না পারে, তাদের যেন বাধা দেওয়া হয়, তা তুলে ধরেন পুতিন।

আফগানিস্তানে তালেবানের নতুন নেতৃত্বের ব্যাপারে আশাবাদী মস্কো। যদিও দেশটির গোয়েন্দা সংস্থা গুলোর তালিকায় আফগান তালেবান একটি সন্ত্রাসী সংগঠন।

সূত্র: এএফপি

ইউকে/এএস