ক্রীড়া বিভাগ: প্যারিসকে বলা হয় প্রেমের শহর, কবিতার শহর। এই শহরের নতুন বাসিন্দার নাম লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল মহাতারকা ২ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন পিএসজিতে। এখনও মাঠের খেলায় অভিষেক হয়নি। সেই সঙ্গে থাকার মতো একটা বাড়িও খুঁজে পাননি মেসি। পরবর্তীকালে তিনি আরো এক বছর চুক্তি বাড়াতে পারেন। তাই এই শহরেই যে মেসিকে আগামী কয়েক বছর থাকতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।
আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র আপাতত হোটেলে থাকলেও খুব বেশিদিন যে তিনি আর সেখানে নিশিযাপন করবেন না, সেটা এর মধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। আপাতত তিনি প্রেমের শহর প্যারিসে একটা বাড়ি খুঁজছেন। সেখানে আপাতত তিনি কোনো বাড়ি কিনতে আগ্রহী নন। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই দলে যোগ দেওয়ার পর তিনি আপাতত একটা ভাড়া বাড়ি খুঁজছেন। কার বছরের পর বছর তো আর হোটেলে কাটানো যায় না।
তবে বাড়ি ভাড়া নেওয়ার আগে একটা আবশ্যিক ব্যাপার মাথায় রেখেছেন মেসি। বাড়িটা তিনি এমন জায়গায় নিতে চাইছেন, যেখান থেকে তার সন্তানের স্কুলের দুরত্ব কম হয়। এখনই পিএসজির হয়ে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। ফলে ফের মেসি নেইমার যুগলবন্দি দেখতে আরো অপেক্ষা করতে হবে ভক্তদের। দলের কোচ পোচেত্তিনো জানিয়েছেন, মেসির মাঠে নামতে আরও একটু সময় লাগবে। নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে মেসিকে আরো সময় দিতেই এ সিদ্ধান্ত।
ইউকে/এএস