মোহনপুরে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালো শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩০০ দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।

এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।
রোববার (২২ আগস্ট) উপজেলার মোহনপুর সরকারি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

ফাতেমা বেগম নামে এক উপকারভোগী বলেন, ‘করোনাতে খুব কষ্ট করে আছি। এহন আবার বাড়ির উপর পানি উঠছে। নৌকা দিয়া বাড়িতে যাইতে হয়। এ সময়ে তোমাদের খাবার পেয়ে উপকার হইছে। আল্লা তোমাদের সুখে-শান্তিতে রাখবে। ’

সালমা বেগম নামে আরেক উপকারভোগী বলেন, ‘আমাদের কেউ সাহায্য করে না। অনেক আগে একবার সেমাই-চিনি পাইছিলাম। আর পাই নাই। খুব অভাবে আছি। আপনাদের এ চাল-ডাল দিয়া শান্তিতে কাটবে কিছু দিন। বসুন্ধরা গ্রুপ যেন আরও দেয়। ’

খাদ্যসামগ্রী বিতরণের চলমান কার্যক্রমের বিষয়ে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় আমরা দেশব্যাপী দুই লাখের অধিক মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরইমধ্যে রংপুর বিভাগের সব জেলায় ২৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। এখন রাজশাহী বিভাগে আরও ২৪ হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের কাজ করছি। এরপর আমরা খুলনা বিভাগের সব জেলায় এ কার্যক্রম সম্প্রসারিত করবো।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন, মোহনপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন, শিক্ষক বি এম শফিকুল ইসলাম, হাফিজুর রহমান মণ্ডল, কালের কণ্ঠের নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, নিউজ টুয়েন্টিফোরের এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রতন মাস্টার, সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, প্রভাষক ইসরাফিল হোসেন রনি সরকার ও বেলাল হোসেন।

ইউকে/এএস