ক্রীড়া বিভাগ: দ্য হান্ড্রেডের প্রথম আসরে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাউদার্ন ব্রেভ। শনিবার রাতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বার্মিংহামকে ১৬৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় সাউদার্ন।
পল স্টার্লিংয়ের ৬১ ও রস হোয়াইটলির ৪৪ রানের ইনিংসে এ বিশাল সংগ্রহ পায় দলটি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বার্মিংহাম। গার্টনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ডেভিড বেডিংহাম। দলীয় ১৪ রানের সময় প্যাভিলিয়নের পথে হাঁটেন আরেক ওপেনার উইল স্মিড। এরপর মঈন আলি ও লিভিংস্টোন মিলে গড়েন ৫৬ রানের দারুণ এক জুটি। লিভিংস্টোন রান আউট হয়ে ফেরার পর ৩ রান করে সাঝঘরে ফেরেন মিলস হেমন্ডও।
৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন মঈন আলি। শেষ দিকে ক্রিস বেনজামিন অপরাজিত ২৩ ও বেনি হাওয়েল ২০ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ১০০ বলে ১৩৬ রান করে থামলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্মিংহামকে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে স্টার্লিংয়ের ৬১ ও হোয়াইটলির অপরাজিত ৪৪ রানের সুবাদে ১৬৮ রান সংগ্রহ করে সাউদার্ন। এ ছাড়া দলটির হয়ে ২৭ রান করেছেন অ্যালেক্স ডেভিস। বার্মিংহামের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে।
ইউকে/এএস