ক্রিকেটাররা ল্যাঙ্গারের পিঠে ছুরি মারছে!

ক্রীড়া বিভাগ: চাকরি প্রায় চলেই গিয়েছিল, শেষ পর্যন্ত অজি ক্রিকেটাররা সদয় হয়েছেন জাস্টিন ল্যাঙ্গারের প্রতি। তারা অনাস্থা জানাতে গিয়েও শেষ পর্যন্ত ল্যাঙ্গারকে আরেকটা সুযোগ দিয়েছেন। তাই বিশ্বকাপের আগে ল্যাঙ্গারের চাকরি হারানোর গুঞ্জন থেমে গেছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, ল্যাঙ্গারের চাকরি আপাতত নিরাপদ। এবার অজি ক্রিকেটার উসমান খাজা বললেন, দেশটির ক্রিকেটাররা নাকি ল্যাঙ্গারের পিঠে ছুরি মারছে; তার চাকরি নিয়ে টানাটানি করছে!

আসলে ল্যাঙ্গারের চাকরি যাওয়ার গুঞ্জনের পেছনে অনেক কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩টি ম্যাচের মধ্যে অজিরা জিতেছে মাত্র ৪টিতে! বাংলাদেশ সফরে দলের হোটেলে অস্ট্রেলিয়ান ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমের এক কর্মীর সঙ্গেও বাজে আচরণ করেছেন ল্যাঙ্গার। এর আগে থেকেই তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছিল। ক্রিকেটাররা তার প্রতি অনাস্থা জানিয়েছেন- এমন খবরও শোনা গিয়েছিল।

কিন্তু দিনশেষে ক্রিকেটারদের বদান্যতায় ল্যাঙ্গারের চাকরি বেঁচে গেছে। সেই ল্যাঙ্গারের পাশে দাঁড়িয়ে উসমান খাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আপনাদের কী মনে হয়, ল্যাঙ্গারের এখন কেমন লাগছে? তার হয়তো মনে হচ্ছে, দলের ক্রিকেটাররা তার পিঠে ছুরি মারছে। সব দেখে তা-ই তো মনে হচ্ছে। এ কারণেই ব্যাপারটা বেশি হতাশাজনক। সত্যি বলতে, এসব দেখতে খারাপ লাগে। পুরো দলের উচিত, শিগগিরই এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা।’

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে সফরের খাজার সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়েছিল ল্যাঙ্গারের। কিন্তু ল্যাঙ্গারের বিপদে খাজাই তার পাশে দাঁড়ালেন, ‘সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখুন। এখানে শতভাগ দায় কখনোই কোচের নয়। খেলোয়াড়েরা ঠিকভাবে পারফর্ম করছে না। একটা পর্যায়ে গিয়ে খেলোয়াড়দেরও কিছুটা দায় নেওয়া উচিত। ওদের আরও ভালো খেলতেই হবে, আর দিন শেষে এটা শুধু একজনের নয়, সবারই ভালো খেলার ব্যাপার।’

ইউকে/এএস