রাজশাহী মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। আর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১১৩ জন ভর্তি রয়েছেন।

করোনা শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের দুটি ল্যাবের টেস্টে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট ৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৩১ শতাংশ।

ইউকে/এএস