ক্রীড়া বিভাগ: বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির বোলিং ঝলকে ভর করে জ্যামাইকা টেস্টে উইন্ডিজের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান।
জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৯ রানে জিতেছে পাকিস্তান।
শেষ ইনিংসে ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ২১৯ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন জেসন হোল্ডার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া কাইল মেয়ার্স করেন ৩২ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া আফ্রিদি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ ও হাসান আলী ২ উইকেট লাভ করেছেন।
এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৩০২ রান করে। এরপর ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান তোলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের ৩২৯ রানের টার্গেট দিয়েছিল বাবর আজমবাহিনী।
দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্রয়ে শেষ হয়েছে।
সিরিজে দুর্দান্ত বোলিং করা শাহিন আফ্রিদি, শিকার করেছেন মোট ১৮টি উইকেট। ফলে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
ইউকে/এএস