তালেবানের সঙ্গে সংলাপ চান মের্কেল

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবান পতনের পর দীর্ঘ ২০ বছর আফগানস্তিানে যে পরিবর্তন ও উন্নয়ন এসেছে, সেগুলো ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

বুধবার জার্মান পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।
মের্কেল বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা।

এদিকে ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে, তালেবান হুঁশিয়ারি করেছে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নিতে হবে।

ইউকে/এএস