আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শন উইলিয়ামস

ক্রীড়া বিভাগ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। তবে এখনই বিদায় বলছেন না তিনি।

বরং ভবিষ্যতে আবারও জিম্বাবুয়ের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী মাসে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে যাবে জিম্বাবুয়ে দল। তবে সিরিজের জন্য দল ঘোষণার আগেই নির্বাচকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে চেয়েছিলেন উইলিয়মস। পরবর্তীতে এই সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নেবেন বলে ঘোষণা দেন তিনি।

২০০৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন তিনি। টেস্ট তার ব্যাটিং গড় ৪১.৩৬। আছে ৪টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ৩২ ফিফটিতে ৩৯৫৮ এবং টি-টোয়েন্টিতে ৯৪৫ রান করেছেন তিনি।

ইউকে/এএস