বার্তাকক্ষ প্রতিবেদন: আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি গোলজার হোসেন (৬০) মারা গেছেন।শনিবার (২৮ আগস্ট) সকালে অচেতন অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
গোলজার হোসেনের বিডিআর সদস্য ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। তার বাবার নাম বয়ান শেখ।
জেলার মাহবুবুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গোলজার হোসেনকে ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইউকে/এএস