বার্তাকক্ষ প্রতিবেদন: মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের সব দেশ গুরুত্ব দিচ্ছে দ্রুত সবার টিকা দিতে। আর এই দৌড়ে এখন বেশ এগিয়ে ক’দিন আগে করোনায় বিপর্যস্ত হওয়া ভারত।
সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর মাত্র একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়ার রের্কড হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকাদান নিয়ে কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন । শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই। ’
ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
ইউকে/এএ