নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর ছাড়তে বলল মার্কিন দূতাবাস

বার্তাকক্ষ প্রতিবেদন: কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাস আবারো নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, কাবুল বিমানবন্দরের গেটগুলো তাৎক্ষণিকভাবে ছেড়ে যেতে। নিরাপত্তা শঙ্কার কারণে এভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদের ভ্রমণ এড়ানো এবং বিমানবন্দরের গেট এড়িয়ে চলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের শঙ্কা, কাবুল বিমানবন্দরে আরো হামলার ঘটনা ঘটতে পারে। রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে জঙ্গিরা।

তবে কাবুর বিমানবন্দরে হামলার ঝুঁকি কমাতে পর্যপ্ত সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ তথ্য জানিয়েছেন।

সূত্র: সিএনএন।

ইউকে/এএস