কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮

বার্তাকক্ষ প্রতিবেদন: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা। ২০ বছর বয়সী রাইলি ম্যাককলাম প্রথমবারের মতো বিদেশে মোতায়েন হয়ে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের শঙ্কা, কাবুল বিমানবন্দরে আরো হামলার ঘটনা ঘটতে পারে। রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে জঙ্গিরা।

এদিকে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের ‘পরিকল্পনাকারীকে’ হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন বলছে, আইএসআইএস-কে এর পরিকল্পনাকারীকে হত্যার জন্য হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) সদস্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না।

সূত্র: সিএনএন, আল-জাজিরা।

ইউকে/এএস