ইতালির উপকূল থেকে পাঁচ শ’র বেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বার্তাকক্ষ প্রতিবেদন: ইতালির কোস্ট গার্ড সমুদ্র উপকূল থেকে পাঁচ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। গতকাল শনিবার দেশটির লামপেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মোট সংখ্যা ৫৩৯ জন, যার মধ্যে নারী এবং শিশুও রয়েছেন। আজ রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইতালির কর্তৃপক্ষ বলছে, ওই অভিবাসনপ্রত্যাশীদের একটি জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করা হয়। তারা সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লামপেদুসা দ্বীপে আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কোস্ট গার্ড।

সাম্প্রতিক সময়ের মধ্যে গতকালই ইতালির উপকূল থেকে একদিনে সবচেয়ে বেশিসংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে লামপেদুসা দ্বীপে আনা হয়েছে বলে জানিয়েছে দ্বীপটির মেয়র তোতো মার্তেল্লো।

সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে আগ্রহী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম একটি গন্তব্যস্থল ইতালির এই লামপেদুসা দ্বীপ। এই দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের জন্য আশ্রয়শিবির রয়েছে, যেখানে প্রায় ৩০০ জন থাকতে পারে। যদিও সেখানে এখন ধারণক্ষমতার চেয়ে পাঁচগুণ বেশি অভিবাসনপ্রত্যাশী আছে।

সূত্র : বিবিসি

ইউকে/এএস