পাইলট নওশাদ আর নেই

বার্তাকক্ষ প্রতিবেদন: বিমান পরিচালনারত অবস্থায় হার্ট অ্যাটাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম আর নেই। ক্যাপ্টেন নওশাদ ভারতের নাগপুরের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব নাগপুরের হাসপাতালটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ আগস্ট ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া বাংলাদেশে বিমানের ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। পরে নিকটবর্তী নাগপুর এয়ারপোর্টৈ বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়।

মাঝ আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও ফ্লাইটটিকে দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে এর আগেই ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছিল।

ইউকে/এএস