সন্ধান মিলল পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপের

বার্তাকক্ষ প্রতিবেদন: উত্তর মেরুর ভূপ্রকৃতি নিয়ে গবেষণার কাজে ওই অঞ্চলে গিয়েছিলেন ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সেখানে কাজ করার সময় জিপিএস-এর ভুলে তারা একটি দ্বীপে গিয়ে পৌঁছান।

গবেষকদের ধারণা ছিল, তারা উদাক দ্বীপে পৌঁছেছেন। এতদিন সেই দ্বীপকে উত্তর মেরুর সবচেয়ে উত্তরের দ্বীপ বলে ধরে নেওয়া হতো।

জানা গেছে, আরেকটি ডেনিশ গবেষক দল ওই দ্বীপটি আবিষ্কার করেছিল ১৯৭৮ সালে। তবে কিছুক্ষণের মধ্যেই অভিযাত্রীরা বুঝতে পারেন, তাদের জিপিএস ভুল রিডিং দিচ্ছে।

তারা বুঝতে পারে, উদাক দ্বীপ থেকেও প্রায় ৭৮০ মিটার উত্তর-পশ্চিমে চলে গেছেন। এর আগে সেখানে কোনো দ্বীপের সন্ধান পাওয়া যায়নি।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বুঝতে পারেন, ভুল করে তারা যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন। পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করেছেন তারা।

জানা গেছে, নতুন দ্বীপটির বিস্তার ৩০ মিটার এলাকাজুড়ে। পানির স্তর থেকে দ্বীপের সর্বোচ্চ উচ্চতা তিন মিটার। বরফের নিচে মাটি এবং পাথর আছে। গবেষকদের ধারণা, ছোট্ট দ্বীপটি খুব বেশিদিন আগে তৈরি নয়।
সূত্র: ডয়চেভেলে।

ইউকে/এএস