আইপিএলে খেলা হচ্ছে না ওয়াশিংটন সুন্দরের

ক্রীড়া বিভাগ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ মাঠে গড়ানোর আগে ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল থেকে ছিটকে গেলেন দলটির অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। কোনো ম্যাচ না খেলেই ভারতে ফিরে আসেন সুন্দর। দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এই অলরাউন্ডার। গত মে মাসে ভারতে করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায় আইপিএল। আসরের বাকি ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগে আইপিএল থেকেও ছিটকে গেলে ২১ বছর বয়সী সুন্দর।

গত জুলাইয়ে আঙুলে চোট পেয়েছিলেন সুন্দর। অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজের বল আঘাত করেছিল সুন্দরের আঙুলে। আইপিএল ২০২১ এর প্রথম অংশে ছয়টি ম্যাচ খেলেছিলেন সুন্দর। শিকার করেছিলেন তিনটি উইকেট। ২০১৮ সাল থেকে বেঙ্গালুুরুর খেলছেন সুন্দর। তার বদলি ক্রিকেটারও ইতোমধ্যে পেয়েছে বিরাট কোহলিরা। দলের সাথেই নেট বোলার হিসেবে ছিলেন ২৪ বছর বয়সী আকাশ দ্বীপ। সুন্দরের বদলি হিসেবে বাঙালী ক্রিকেটার আকাশকে মূল দলে নিয়েছে বেঙ্গালুরু।

ইউকে/এএস