দলে তিন ওপেনার; তাই ‘নিশ্চিন্ত’ ডমিঙ্গো

ক্রীড়া বিভাগ: মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দুর্ভাবনা ছিল ওপেনিং জুটি নিয়ে। সৌম্য সরকার তো রানই করতে পারেননি। আর শেখ নাঈম ধীরগতির ব্যাটিং করে উইকেটে টিকে থাকার চেষ্টা করেছেন। যদিও এই সৌম্যই জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের সেরা হয়েছিলেন। মিরপুরের মাঠ ব্যাটিং উপযোগী নয়। সৌম্যদের জন্য তো নয়ই। দুই সিরিজ পর দলে ফিরেছেন লিটন দাস। তাহলে কিউই সিরিজে ওপেনিং জুটি কী হতে যাচ্ছে?

আর একদিন পরেই বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এর আগে আজ সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তার কাছে জানতে চাওয়া হয় ওপেনিং জুটি নিয়ে। কিন্তু ডমিঙ্গো এ ব্যাপারে পরিষ্কার কোনো উত্তর দেননি। তিনি বলেছেন, ‘আসলে আমি ওপেনিং জুটি নিয়ে ততটা চিন্তিত নই। দলে লিটন ফিরেছে। আমাদের তিনজন ব্যাটসম্যান আছে যারা ওপেন করতে পারে। তাদের থেকে কোন দুজন ওপেন করবে- সে বিষয়ে আমরা আগামীকাল সিদ্ধান্তে পৌঁছতে পারব।’

এই সিরিজে লিটনের পাশাপাশি দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। সোহানের সঙ্গে ভাগাভাগি করে পাঁচ ম্যাচে তিনি কিপিং করবেন। কিন্তু ব্যাট করবেন কোন পজিশনে? এমন প্রশ্নের জবাবে রাসেল ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের ব্যাপারে যে সিদ্ধান্ত, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। মিডল ওভারে এসে এক-দুই রান নিতে পারে। ম্যাচটাও শেষ করে আসতে পারে। তাঁকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।’

ইউকে/এএস