আফগানিস্তানে আটকেপড়া ৬ বাংলাদেশি ঢাকার পথে

বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানে আটকেপড়া ছয়জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকা ফিরবেন।কাবুল থেকে এসব নাগরিক বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

দোহা থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাত ১১টা২০ মিনিটে এয়ার এ্যামিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার (২৭ আগস্ট) দোহায় পৌঁছায়। আর শনিবার আরও ছয় বাংলাদেশি দোহায় পৌঁছেছেন।

এর আগে কাবুল থেকে তিনজন বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন। এর মধ্যে থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরছেন।

এদিকে ব্রাকের তিন কর্মী এখনও আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিনজন কর্মী গত শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশে পৌঁছেছেন।

ইউকে/এএস