বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার নিন্দা জানাতে ২১ আগস্ট মধ্য লন্ডনের রাস্তায় হাজারো মানুষ রাস্তায় নামে। ব্রিটেনে তালেবানবিরোধী বিক্ষোভ এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যুক্তরাজ্যভিত্তিক আফগান সম্প্রদায়গুলো এবং বিভিন্ন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভটি মার্বেল আর্চ থেকে শুরু হয়েছিল এবং বিক্ষোভকারীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সদর দপ্তর, ডাউনিং স্ট্রিট এবং মার্কিন দূতাবাসের দিকে হেঁটেছে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানবিরোধী বিক্ষোভে সকল বয়সের মানুষ যোগ দিয়েছে। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য বিশ্বকে আরো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে তারা।
আফগানিস্তানে বর্তমান সঙ্কট সৃষ্টির জন্য তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিরও নিন্দা জানিয়েছে।
সূত্র : এএনআই, জি ফাইভ
ইউকে/এএস