এমপি স্বপনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

বার্তাকক্ষ প্রতিবেদন: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদের অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাবের উপর সংসদের সদস্যরা আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সংসদের অধিবেশন শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

এর আগে বুধবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরুতেই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন ও আলোচনার পর অধিবেশন মুলতবি করা হয়।

হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ভোরে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসিবুর রহমান স্বপন সাবেক শিল্প উপমন্ত্রী।

শোক প্রস্তাবরে উপর আলোচনায় অংশ নেন, বিরোধী দলের উপ নেতা গোলাম মোহাম্মদ কাদের, চীফ হুইপ মশিউর রহমান রাঙা, আওয়ামী লীগের সদস্য ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, আওয়ামী লীগের শামছুল হক টুকু, আজিজুর রহমান, বিএনপির হারুনুর রশিদ।

ইউকে/এএস