গিনেস বুকে নাম লেখালেন রোনালদো

ক্রীড়া বিভাগ: দীর্ঘ ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জন তো কম নয়। এইতো সেদিন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙলেন এই পর্তুগিজ উইঙ্গার। আর এই কীর্তিই তাকে জায়গা করে দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে গিনেস বুক কর্তৃপক্ষের সনদ হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ। রেকর্ড ভাঙার কারণে স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। এবার সংখ্যাগুলোকে আরও উপরে তোলার চেষ্টা করা যাক!’

চলতি সেপ্টেম্বরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়ার পাশাপাশি পর্তুগালকে জয় এনে দেন। ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

সবমিলিয়ে সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল এখন ১১১টি। আগের রেকর্ডধারী ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়ির গোল ১০৯টি। এবার পাঁচবারেরে ব্যালন ডি’অরজয়ীকে সেই কীর্তিরই স্বীকৃতি দিল গিনেস বুক কর্তৃপক্ষ।

ইউকে/এএস