রাজশাহীতে নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নেশার টাকা না দেওয়ায় মুমিনুল ইসলাম পিয়াস নামে এক ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মো. জুয়েল (৪৫)। তিনি একই এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, দুপুরে মাদক কেনার জন্য তার বাবার (জুয়েল) কাছে টাকা চায় পিয়াস। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ঘরে থাকা ছুরি দিয়ে জুয়েলকে আঘাত করে সে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, বর্তমানে পিয়সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

ইউকে/এএস