পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ২০

বার্তাকক্ষ প্রতিবেদন: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আধাসামরিক বাহিনীর তিনজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২০ জন। রবিবার এক আত্মঘাতী নিজের মোটরবাইকে থাকা বিস্ফোরক দিয়ে ওই হামলা চালিয়েছে।

কোয়েটা পুলিশ কর্মকর্তা আজহার ইকরাম জানান, আফগান সীমান্তের কাছাকাছি মাস্তুং শহরের ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডসের সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। আহত ২০ জনের মধ্যে ১৮ জন বেসামরিক কর্মী। বাকি দুজন পথচারী। এরই মধ্যে তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি সববেদনা জানাচ্ছি আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতি স্যালুট তাদের আত্মত্যাগের জন্য।’

বেলুচিস্তান প্রদেশে জিয়ারত শহরে হামলার দুই সপ্তাহ না পেরোতেই আবার এই হামলার ঘটনা ঘটল।

ইউকে/এএস