সাইফউদ্দিনের জোড়া আঘাত

ক্রীড়া বিভাগ: টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা ভালোই হয়। করোনা নেগেটিভ হয়ে দলে ফেরা ওপেনার ফিন অ্যালেন শুরু থেকেই মারমুখী মেজাজে অবতীর্ণ হন। বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেন দুই স্পিনার মেহেদি হাসান এবং নাসুম আহমেদকে দিয়ে। প্রথম ওভারেই মেহেদিকে দুই বাউন্ডারিতে ১১ রান তুলে নেন অ্যালেন। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই ১০ বলে ৩ চারে ১৫ রান করা বিপজ্জনক এই ব্যাটসম্যানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। মিড-অনে ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

কিউইদের রান তোলার গতিও কমে আসে। এরপর জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২০ বলে ৩ চারে ২০ রান করা উইল ইয়ং। রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেনি নিউজিল্যান্ড। ওই ওভারের শেষ বলে আবারও এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোম (০)। আবারও রিভিউ নেয় নিউজিল্যান্ড। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়।

মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশের বাইরে চলে গেছেন ডগ ব্রেসওয়েল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স। তাদের বদলে এসেছেন করোনামুক্ত ব্যাটসম্যান ফিন অ্যালেন, জ্যাকব ডাফি এবং সিরিজে প্রথমবার খেলছেন স্কট কুগেলাইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। একইসঙ্গে আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে দল সিরিজ জিতলে অধিনায়কের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে?

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।

ইউকে/এএস